নিজস্ব প্রতিবেদক: পরিকল্পিত ফল চাষ, যোগান পুষ্টি সম্মত খাবার’ স্লোগানকে ভিত্তি করে রাজশাহী জেলার পুঠিয়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগ কর্তৃক ফলদ বৃক্ষ মেলা ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে ।
মঙ্গলবার বেলা ১১ টার সময় উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান,শুভেচ্ছা বক্তবদেন কৃষি অফিসার একেএম মনজুরে মাওলাসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ।
অন্যদের মধ্যে শিক্ষক, সাংবাদিক বিভিন্ন শ্রেণীর পেশাজীবিও উপস্থিতি ছিলেন।