পরীক্ষামূলক প্রকাশনা - সাইট নির্মাণাধীন

Home > আন্তর্জাতিক > সম্পত্তি পেতে আদালতে মার্ক জুকারবার্গ

সম্পত্তি পেতে আদালতে মার্ক জুকারবার্গ

ফের নতুন বিতর্কে মার্ক জাকারবার্গ। ‌ হাওয়াই দ্বীপপুঞ্জের তিনশো জমি মালিকের বিরুদ্ধে মামলা করবেন ফেসবুকের এই সিইও। মার্কিন সংবাদমাধ্যমগুলো এমনটাই দাবি করেছে। জানা গেছে, হাওয়াই দ্বীপপুঞ্জে দুই ‌বছর আগে সাতশো একর জমি কেনেন জুকারবার্গ। তার জমির কাছে এমন ছোট ছোট অনেকগুলো প্লট আছে যার মালিকানা দ্বীপের অন্য কয়েকজন বাসিন্দাদের। আর ওই প্লটগুলো কিনতেই তিনি জমির মালিকদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। 

হনলুলুর একটি বহুল প্রচলিত সংবাদপত্রে লেখা হয়েছে, গত ৩০ ডিসেম্বর জুকারবার্গের পক্ষ থেকে স্থানীয় আদালতে আটটি আবেদন করা হয়েছে। জুকারবার্গের জমির পাশে অন্যদের মালিকানায় থাকা প্লটগুলো বাধ্যতামূলকভাবে তার কাছে বিক্রির আবেদন করা হয়। নিলামের মাধ্যমে সর্বোচ্চ দাম দিয়ে জুকারবার্গ ওই প্লটগুলো কেনার ইচ্ছা পোষণ করেছেন। সবকটি প্লট কিনতে পারলে দ্বীপটির উত্তরদিকের সৈকতটি তার ব্যক্তিগত সম্পত্তি হিসেবে বিবেচিত হবে। যার আয়তন আট একর। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অধিকাংশ মামলার বিবাদীরা এখনও জীবিত। তবে তারা সিংহভাগ জমি বিক্রি করে দিলেও সামান্য অংশ নিজেদের কাছে রাখতে চাইছেন। কিন্তু ওই জমি পেতে জাকারবার্গ এমনই উন্মুখ হয়ে আছেন যে এসব সম্পত্তি পেতে জমির মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করতে চলেছেন। জমি বিক্রির জন্য মালিকদের মাত্র ২০ দিন সময় দেওয়া হয়েছে। 

জুকারবার্গের আইনজীবী কেওনি শুলৎজ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘বিশাল জমির ভেতরে নিজের ছোট্ট একটি অংশ ধরে রেখে সুবিধা আদায়ের চেষ্টা করাটাই হাওয়াই দ্বীপপুঞ্জের মানুষের স্বভাব। ওই জমিটুকুর বিনিময়ে তারা পরবর্তী কালে বেশি অর্থ দাবি করেন। তবে কিছু কিছু ক্ষেত্রে জমির নতুন মালিকরা তাদের ইচ্ছা বা চাওয়ার বিষয়ে তেমন গুরুত্ব দেন না। ’

x

Check Also

প্রেমিকাকে চমকে দিতে গিয়ে পুড়ে গেলো গোটা ফ্ল্যাট

প্রেমিকাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দারুণ সব পরিকল্পনা করেছিলেন ইংল্যান্ডের শেফিল্ড শহরের এক প্রেমিক। অফিস থেকে বাড়িতে নিয়ে এসে সেদিনই বিয়ের জন্য প্রস্তাব দেবেন ঠিক করেছিলেন। তার জন্য ঘরের বিভিন্ন প্রান্তে রঙিন মোমবাতি, বেলুন ও কেকের ...

পরীক্ষায় চীনা ভ্যাকসিন সন্তোষজনক হলে বাংলাদেশে ট্রায়াল

চীনের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষায় সন্তোষজনক ফল দিলে তা বাংলাদেশে প্রয়োগের অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি। স্বাস্থ্য ...

শিরোনাম:১৫ ও ২১ আগস্টের ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা চলমান: কাদের ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ‘বুড়ো শাসক’ বললেন খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতির কাছে কখনোই মাথা নোয়াবে না তেহরান। ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা নয় বলেও সাফ জানিয়েছেন তিনি। বলেন, পরমাণু কার্যক্রম আরো বিস্তৃত পরিসরে উন্নয়ন শুরু ...

শিরোনামঃ