পরীক্ষামূলক প্রকাশনা - সাইট নির্মাণাধীন

Home > বিজ্ঞান ও প্রযুক্তি > যে কারণে ইউরেনাস গ্রহে পঁচা গন্ধ

যে কারণে ইউরেনাস গ্রহে পঁচা গন্ধ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বিজ্ঞানীরা একটি দীর্ঘ রহস্যের সমাধান করেছেন। সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ ইউরেনাসে বাজে গন্ধের কারণ উদঘাটনে সক্ষম হয়েছেন।

গ্রহটিতে পচাঁ ডিমের ন্যয় বাজে গন্ধ কি কারণে, সেই রহস্যের জট খুলেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। তারা আবিষ্কার করেছেন যে, হাইড্রোজেন সালফাইড গ্যাস যা পচাঁ ডিমের গন্ধের ন্যয় গ্যাস হিসেবে পরিচিত, এই গ্যাস গ্রহটির মেঘের উপরে বিরাজমান। এর থেকেই গ্রহটির চারপাশে পঁচা ডিমের গন্ধ ছড়াচ্ছে।

ন্যাচার অ্যাস্ট্রোনোমি জার্নালে প্রকাশিত এই গবেষণার প্রধান লেখক অধ্যাপক প্যাট্রিক ইরউইন বলেন, ‘দুর্ভাগ্যবশত কোনো মানুষ যদি ইউরেনাসের মেঘের মধ্য দিয়ে নিচে নেমে আসতো, তাহলে খুব অপ্রীতিকর এবং অস্তিস্তকর পরিবেশের মধ্যে পড়তো।’

ইউরেনাস এর মেঘের গঠন এবং এর প্রধান উপাদান হাইড্রোজেন সালফাইড নাকি অ্যামোনিয়া- এ নিয়ে দীর্ঘ বিতর্ক রয়েছে।

উত্তর খুঁজে পেতে গবেষক দলটি হাওয়াইয়ে অবস্থিত জেমিনি অবজারভেটরির ৮ মিটার ডায়ামিটার বিশিষ্ট টেলিস্কোপ দিয়ে ইউরেনাস পর্যবেক্ষণের সময় গ্রহটির মেঘের ওপর ঘূর্ণায়মান অস্বাস্থ্যকর গ্যাসের ঝলক দেখতে পেয়েছেন।

অধ্যাপক ইরউইন বলেন, ‘আমরা ইউরেনাসের মেঘ থেকে প্রতিফলিত আলোতে হাইড্রোজেন সালফাইডের ছাপ শনাক্তে সক্ষম হয়েছি। এই ছাপ থেকে মেঘের ওপরে কি পরিমান হাইড্রোজেন সালফাইড রয়েছে, সেটাও আমরা জানতে সক্ষম হয়েছি।’

ইউরেনাসের মতো শনি এবং বৃহস্পতি গ্রহের মেঘে কোনো হাইড্রোজেন সালফাইড নেই, এর পরিবর্তে অ্যামোনিয়া বিদ্যমান। মেঘের এই ভিন্নতা সহায়ক হবে গ্রহটি কিভাবে গঠিত হয়েছে সে গবেষণায়।

গবেষক দলটির অন্যতম সদস্য লেইথ ফ্লেচার বলেন, ‘আমাদের সৌরজগত গঠন হওয়ার সময় নাইট্রোজেন এবং সালফার মধ্যে ভারসাম্য (পরবর্তীতে অ্যামোনিয়া এবং ইউরেনাসে সদ্য আবিষ্কৃত হাইড্রোজেন সালফাইড) গ্রহের অবস্থাগত গঠন এবং তাপমাত্রা দ্বারা নির্ধারিত হয়েছিল।’

ইউরেনাসের মেঘে হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি গ্রহটির জন্ম, বিবর্তন সহ অন্যান্য বেশ কিছু বিষয় বোঝার জন্য মূল্যবান প্রমাণ হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

তথ্যসূত্র : মিরর

x

Check Also

টিকটকের পর আমেরিকায় নিষিদ্ধ হচ্ছে চিনা আলিবাবা

টিকটক অ্যাপ নিষিদ্ধ করার পরে এ বার আলিবাবা-সহ আরও কয়েকটি চিনা প্রতিষ্ঠানের উপর আঘাত হানতে চলেছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘‘বিষয়টি এখনও আমাদের চিন্তাভাবনার স্তরে রয়েছে।’’ চলতি মাসেই ‘জাতীয় ...

ডিএসএলআর’কে বানিয়ে ফেলুন ওয়েবক্যাম

সামাজিক দূরত্বের এই দিনে হঠাৎ করে ওয়েবক্যামের কদর বেড়ে গেছে। ফেইসবুক, গুগলের মতো প্রতিষ্ঠান একসঙ্গে বেশি ব্যবহারকারীকে কথা বলার সুযোগ দিতে নানা ফিচার নিয়ে হাজির হচ্ছে। কিন্তু সমস্যা হল কম্পিউটার, ল্যাপটপের ওয়েবক্যাম এই ‘ধাক্কা’ সামলানোর ...

ফোন থেকে ছবি চুরি করছে যেসব অ্যাপ

গত বছর গুগল তাদের প্লেস্টোর থেকে এক হাজারের বেশি অ্যাপ সরিয়েছে। এসব অ্যাপের মধ্যে কিছু ছিল অ্যাডওয়্যার, কিছু ম্যালওয়্যার এবং কিছু অ্যাপের বিরুদ্ধে ব্যবহারকারীর অজান্তেই তাঁর অবস্থান শনাক্ত ও কথোপকথন রেকর্ড করার অভিযোগ ওঠে। এসব ...

শিরোনামঃ